islam |
ঈমানদারগণ কখনো মুনাফিক
হতে পারেনা
মু’মিনদের উচিত মুনাফিকী
চরিত্র পরিহার করা । মহন আল্লাহ তায়ালা মুনাফিকদের দৃষ্টান্ত দিয়ে বলেন –“আর যখন তারা
ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি । আর যখন তারা তাদের নিজ দলের নেতা
কর্মীদের (মানব রচিত মতাদর্শে বিশ্বাসী শয়তানের অনুচরদের ) সাথে মিলিত হয় তখন তারা
বলে আমরা তোমাদের সাথে আছি । আমরা শুধু ঈমানদারদের সাথে ঠাট্টা-বিদ্রুপ করছি”। (সুরা
বাকারা-১৪)
মহান আল্লাহ তায়ালা পবিত্র
কুরআনের (সুরা হুজরাত এর-১৫) নং আয়াতে আবারো বলেন-“প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ
ও তার রাসুলের প্রতি ঈমান আনার পর আর সন্দেহে পড়ে না এবং নিজিদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে ।এরাই (তাদের ঈমানের
দাবিতে ) সত্যবাদি” ।
No comments:
Post a Comment