এ
মর্মে মহান আল্লাহ তা’য়ালা বলেন –
“যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই কর শয়তানের পথে
’’। (সুরা নিসা – ৭৬)
“আর যারা ঈমান এনেছে, দ্বীনের জন্যে নিজেদের ঘর বাড়ি
ছেড়েছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহয্য সহযোগিতা
করেছে, তারাই হলো সত্যিকার মু’মিন । তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রুজী । (সুরা
আনফাল - ৭৪)
আর ঈমানদার পুরুষ ও ঈমানদার
নারী একে অপরের সহায়ক । তারা ভাল কথার শিদক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে । সালাত
প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে
। এদেরই উপর আল্লাহ তা’য়ালা দয়া করবেন । নিশ্চই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী ।
(তওবা- ৭১)
প্রকৃত মু’মিন তারাই যারা
আল্লাহ ও তাতর রাসূলের প্রতি ঈমান আনার পর আর সন্দেহে পড়েনা এবং নিজেগদের জান মাল দিয়ে
আল্লাহর পথে জিহাদ করে । এরাই (তাদের ঈমানের দাবীতে) সত্রবাদী । (সুরা হুজরাত – ১৫)
No comments:
Post a Comment