mokka মক্কা |
ব্যক্তি জীবন সংশোধন
মহান আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনের (সুরা বাকারার-১২৯) নং আয়াতে বলেছেন-
“হে আমার রব! তাদের প্রতি জাতির মধ্য হতেই এমন একজন রাসূল প্রেরণ করো, যিনি তাদেরকে তোমার আয়াত সমুহ পাঠ করে শুনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দান করবেন এবং তাদের বাস্তব জীবনকে পরিশুদ্ধ করবেন। নিশ্চয়ই তুমি বড় শক্তিমান ও সু-বিজ্ঞ”।
“হে আমার রব! তাদের প্রতি জাতির মধ্য হতেই এমন একজন রাসূল প্রেরণ করো, যিনি তাদেরকে তোমার আয়াত সমুহ পাঠ করে শুনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দান করবেন এবং তাদের বাস্তব জীবনকে পরিশুদ্ধ করবেন। নিশ্চয়ই তুমি বড় শক্তিমান ও সু-বিজ্ঞ”।
মহান আল্লাহ্ তা’য়ালা পবিত্র কুরআনের (সুরা বাকারার-৪৪) নং আয়াতে আবারো বলেছেন- “তোমরা কি মানুষকে সৎকর্মের আদেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো। তবু কি তোমরা চিন্তা করবে না?”।
No comments:
Post a Comment