আসল বন্ধুর পরিচয়
প্রকৃত বন্ধুর পরিচয় তুলে ধরে মহান আল্লাহ তায়ালা বলেছেন-
‘‘যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু রপে বরণ বরে নিয়েছে তাদের দৃষ্টান্ত মাকড়াসার মত, যে তার আশ্রওয়র জন্য জাল বুনেছে অথচ অন্য সব ঘরের চেয়ে মাকড়সার ঘরই ক্ষণস্থায়ী, যদি তারা জানত’’ (সুরা আনকাবুত-৪১)
মহান আল্লাহ্ তা’য়ালা পবিত্র কুরআনের সুরা সুরার-৯ নং আয়াতে আবারো বলেছেন-“তাড়া কি আল্লাহর পরিবর্তে অপরকে বন্ধু রুপে বরণ করেছে?কেবল আল্লাহই তো একমাত্র অভিভাবক-বন্ধু। তিনি মৃত্যুদের জীবন দানে সক্ষম এবং তিনিই সকল কিছুর উপর অসীম ক্ষমতাশীল”।
মহান আল্লাহ্ তা’য়ালা পবিত্র কুরআনের সুরা সুরার-৩১ নং আয়াতে আবারো বলেছেন-“আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য কোন বন্ধু বা সাহায্যকারী নেই”।
মহান আল্লাহ্ তা’য়ালা পবিত্র কুরআনের সুরা সুরার-৪৬ নং আয়াতে আবারো বলেছেন- “আর আল্লাহ ছাড়া তাদেরকে সাহায্য করার মত তাদের কোন অভিভাবক থাকবে না । মূলতঃ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার আর কোন পথ নেই”।
মহান আল্লাহ্ তা’য়ালা পবিত্র কুরআনের সুরা বাকারার-১০৭ নং আয়াতে আবারো বলেছেন-“আর আল্লাহ ছাড়া তোমাদের কোন বন্ধু বা সাহায্যকারী নেই”।
উপরোক্ত আয়াত গুলি দ্বারা প্রমানিত, আল্লাহই আমাদের এতমাত্র বন্ধু । দুনিয়া ও পরকালে তিনি ছাড়া এত আপন আমাদের আর কেউ নন। কেননা রাত যত গভির হয়, দুনিয়ার সকল আত্নীয়-স্বজনসহ অন্য সকল মানুয় ঘুমিয়ে পড়েন। অথচ আল্লাহ কখনই ঘুমান না। কারণ। তার আদরের কোন বান্দা না জানি কখন, কোন বিপদে পরেন এবং তাকে ডাকে। আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দিতে সারাক্ষনিক প্রস্তুত।
তাই তো বলি-
“নানান মনের নানানমত, মানবো বল কার শাসন?
একজনেরটা মানলে করবে, আর একজনের্ নির্বাসন।
চারদিকে শৃঙখল বাঁধন, সকল পথের লক্ষ্য তিনি
বন্ধু আমার তিনিই শুধু, বিধান দাতা আল্লাহ যিনি”।
No comments:
Post a Comment