Allah আল্লাহ |
প্রথম
বন্ধু হিসেবে আল্লাহকে মানা উচিত
‘‘নিশ্চায়ই তোমাদের
সত্যিকারের বন্ধু হলেন আল্লাহ”-(সুরা-ময়িদা-৫৫)
মহান আল্লাহ্ তা’য়ালা
পবিত্র কুরআনের সুরা বাকারার-২৫৭ নং আয়াতে আবারো বলেছেন-“আল্লাহ তাদের অভিভাবক যারা
ঈমান এনেছে, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান । আর যারা কুফরী
করে তাদের অভিভাবক তাগুদ। যারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়।
এরাই হল দোযখের অধিবাসী, সেকানেই তারা চিরকাল থাকবেই।”
উক্ত আয়াত গুলো থেকে
জানা যায় প্রথম বন্ধু হলেন আল্লাহ্। যেখানে আল্লাহ নিজেই প্রকৃত মুসলমানকে বন্ধু হিসেবে
শিকিৃতি দিয়েছেন। সেখানে মুসলমানদের উচিত হবে প্রকৃত মুসলমান হয়ে, আল্লাহর প্রকৃত বন্ধু
হয়ে ওঠা । আর আমরা মুসলমান তা না করে উল্টো আবার তাগুতের পথ অনুসরণ করছি আপনারা একঠু
ভেবে দেখুন তো আপনারা কোন পথে আছেন। আপনারা কি আসলেই আল্লাহর পথে আছেন । তাহলে ভেবে
দেখুন আপনারা আল্লাহর পথের কোন কাজটি করছেন?
No comments:
Post a Comment