কুরআন- Quran |
ঈমান এর পুর্নতার শর্ত ।
মানব জীবনের
পুর্নসাফলতার জন্য ঈমান প্রথম
শর্ত । কিন্তু এই ঈমানের পূর্নাঙ্গতার জন্য কিছু শর্তের দিকে লক্ষ রাখা দরকার এবং জরুরী
। শর্ত গুরা হচ্ছে – ইকরার বিল্লেছান, তাসদিকবিল জেনান, আমলবিল আরকান । অর্থাৎ মূখে
শ্বিকার করা , হৃদয়ে বিশ্বাস করা , কাজে পরিনত করা ।
১ম শর্ত মূখে
শিকার করা অর্থাৎ মহান আল্লার উলুহিয়ত ,রূবুবিয়াত ও এবং রাসূল সাঃ এর নবূযত কে মৌখিক
শ্বিকৃতি দান করা ।
২য় শর্ত হৃদয়ে
বিশ্বাস করা অর্থাৎ যা মূখে শিকার করবে সেটা মনে প্রানে বিশ্বাস করতে হবে ।
৩য় শর্ত কাজে
পরিনত করা অর্থাৎ মহান আল্লাহ তাযলার উলুহিযাত ,রুবুবিযাত এবং রসূলুল্লার নবুয়াত শ্বিকার
করা সাথে সাথে ইসলামের যাবতিয় বিধিবিধার নিজের জীবনে লালনপালন করার মধ্যমে ঈমানের পূর্নাঙ্গতা
লাভ করে ।
বাস্তব জীবনে
ইসলামের বিধান সমূহ পালন (আমল ) ছাড়া ঈমানের কোন মূল্য নাই । কেননা ঈমানকে যদি বীজ ভাবি তাহলে চারা ও ফল মুল
হল ঈমান । বীজ রোপন করার পর যদি তা অঙ্কুরিত হয়ে ফল না দেয় তাহলে সে বীজ রোপনের কোন
সার্থকতাই নেই ।
সুতারাঙ আসুন আমরা খাটি ঈমানদার হই ইসলামের জাবতিয় বিধান সমুহ
নিজের জীবনে ,পরিবারে ,সমাজে, রাষ্ট্রে পালন করার মাধ্যমে ।
No comments:
Post a Comment