Quran |
শয়তানের কু-মন্ত্রণা ও বিভ্রান্তি থেকে বাঁচার উপায় ।
শয়তানের
সকল ষরযন্ত্র থেকে মানুষকে সর্তক করে দিয়ে আল্লাহ তা’আলা তার আদরের বান্দাদেরকে নিন্মোক্ত
উপায় বলে দিয়েছেন ।
১.
শয়তানকে দুশমন হিসাবে গ্রহন করতে হবে । যেমন-
অর্থ:
নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন ।তাই তোমরাও তাকে দুশমন হিসাবে গ্রহন করো ।(সুরা ফাতির-৬)
২.
শয়তানের প্ররোচনা অনুভব করলেই আল্লাহর আশ্রয় চাইবে । যেমন-
অর্থ
: আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর আশ্রয় চপ্রার্থনা করবে,
নিশ্চই তিনিই শ্রবনকারী ও মহাজ্ঞানী । (সুরা আরাফ-২০০)
অর্থ
: নিশ্চই যারা তাকওয়ার অধিকারী তাদেরকে শয়তানের দল যখন কুমন্ত্রনা দেয় তখন তারা (আল্লাহকে)
স্মরন করে এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায় । (সুরা আরাফ-২০১)
৩.
শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে কুরআন পাঠ শুরু করতে হবে । যেমন-
অর্থ
: অতএব, যখন আপনি কুরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহন করুন
। (সুরা নহল-৯৮)
৪.
শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করতে হবে । যেমন –
অর্থ
: বলুন ! হে আমার পালনকর্তা ! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা
করি । আর হে আমার পালনকর্তা ! আমার নিকট তাদের উপস্থিতি থকে আপনার আশ্রয় প্রার্থনা
করি । (সুরা ম’মিন-৯৭,৯৮)
No comments:
Post a Comment