আল্লাহর কাছে সাহায্য চাওয়া নিয়ম ও পদ্ধতি ।
মহান
আল্লাহ তার এক মাত্র প্রিয় সৃষ্টি ’মানুষকে
পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদাত করার জন্য । কিন্তু মানুষ পার্থিব জীবনে পরবে
যখন বিপদে তখন আল্লার কাছেই শুধু সাহায্য চাইতে হবে সেই বিপদ থেকে ঊত্তরনের জন্য । সাহায্য চাওয়ার পদ্ধতী মহান আল্লাহ আমাদেরকে শিখিয়ে
দেয়ার ঊদ্দেশে বলেন – হে বিশ্বাসিগন তোমরা
আল্লাহর কাছে সাহায্য চাও ধর্য্য ও নামাজের মাধ্যমে ।
কিন্তু বর্তমানে আমরা কোন বিপদে
পরলে সে বিপদ থেকে উত্তরনের জন্য সাহায্য চেয়ে মান্নত করি পীরের দরবারে অথবা মিলাদ
। যা একদম কুরআন –সুন্নাহ পরিপন্থি এবং শিরক পূর্ন কাজ । তাই এমন ভেরান্ত আকিদা থেকে বেরিয়ে আমাদেরকে নামাজ
ও ধয্য এর মাধ্যমে একমাত্র আল্লার কাচে সাহায্য চাইতে হবে ।
No comments:
Post a Comment