Disqus Shortname

LightBlog
Responsive Ads Here

Saturday, June 17, 2017

amra muslman kina- আমরা মুসলমান কিনা


আসুননা আমার আমাদের বিবেক দিয়ে একটু যাচাই করি আমরা মুসলমান কিনা।
.
.
.
কেউ যদি আপনাকে কাফের বলে তাহলে আপনি অবশ্যই রেগে যাবেন। কারণ আপনি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছেন এবং মুসলিম থাকতে চান এবং মৃত্যুর পর জান্নাতে যেতে চান। কিন্তু আল্লাহ ও তার রাসূলের বাণী যদি আপনাকে কাফের প্রমাণীত করে তাহলে আপনি কি করবেন?? আসুননা আমার ভাই ও বোনেরা আমাদের নাম আল্লাহর খাতায় মুসলিম হিসাবে আছে কিনা, আমরা মুসলমান কিনা।  আমাদের বিবেক দিয়ে একটু যাচাই করি-
 রমজান মাস। আমরা যারা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি রমজান মাস আসলেই আমরা প্রায় সবাই নামায আদায় না করলেও রোযা রাখি। আর যারা পাঁচ ওয়াক্ত নামায সবসময় আদায় করেন না তাদের অনেককেই রমযান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে দেখা যায়। কিন্তু রমজান মাস শেষ হলেই তাদেরকে শুক্রবার ছাড়া নামাজ আদায় করতে দেখা যায় না। এটা কি একজন মুসলিমের কাজ হতে পারে? সেটা আমরা নিচের আলোচনা দ্বারা বুঝতে পারবো ইনশাআল্লাহ।
বে নামাজির যাকাতরোজাহজ্জইত্যাদি কোনো আমলই কবুল হয় না 
শাইখ ইবনে উছাইমীনকে বে নামাজির রোজা রাখার হুকুম সম্পর্করে জিজ্ঞেস করা হয়েছিল তিনি উত্তরে বলেনঃ "বেনামাজির রোজা শুদ্ধ নয় এবং তা কবুলযোগ্য নয়। কারণ নামাজ ত্যাগকারী কাফের মুরতাদ এর স্বপক্ষে দলীল হচ্ছে -
আল্লাহ তায়ালার বাণী "আর যদি তারা তওবা করে সালাত আদায় করে ও যাকাত দেয় তবে তারা তোমাদের দ্বীনি ভাই (সূরা তওবা ১১)
নবী করীস (সা) এর বাণী- "আমাদের ও তাদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজের। সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে কুফরি করল। "(জামে তিরমিযী ২৬২১)

No comments:

Post a Comment

ভাস্কর্য নির্মানের ইতিহাস- SM Abdul Alim

ভাস্কর্য নির্মানের ইতিহাস- SM Abdul Alim    প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর সুন্দর ইসলামিক গান, গজল, কুরআন তেলয়াত, ইসলামিক অনুষ্ঠান ইস...