মুহাম্মাদ
(সাঃ) আরো বলেছেন, যদি তুমি গোস্ত রান্না করতে চাও, তাহলে
এক গ্লাস পানি
বেশি দিয়ে দাও, যাতে তোমার গরীব প্রতিবেশীকে একটু দিতে পারো। আর
যদি না দিতে চাও, তাহলে এমন সময়
রান্না করবে, যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে, গোস্তের ঘ্রান পেয়ে বাবা-মাকে গোস্ত খাওয়ার কথা না বলে, গরীব বাবা-মা, গোস্ত কিনে খাওয়াতে পারবে না, মনে অনেক কষ্ট পাবে।
এইভাবে ইসলাম
আমাদের শিক্ষা দিয়েছে, মুহাম্মাদ (সাঃ) আমাদের কে শিক্ষা দিয়ে গেছেন।
মানুষকে কষ্ট না দিতে।
আল্লাহ পাক
রাব্বুল আ'লামীন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাড়ানোর, মানুষকে কষ্ট দেওয়া থেকে, মানুষের ভেঙে
যাওয়া মন জোড়া লাগাতে, অন্যের কষ্ট ভাগভাগি করতে তাওফিক দান করুন।
আমারা সবসময় গরীব মানুষের পাশে দাঁড়াবো
No comments:
Post a Comment