সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে?
আল্লাহ তা'আলা বলেছেন:"কালের শপথ!নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত।"(সূরা
আসর:১-২)সূরা আসরে ৪টি মৌলিক গুণের কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন।এর বাইরে যারা অবস্থান
করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত।৪টি গুণের বাইরে যেসব আমলের মাধ্যমে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত
হবে তার বিস্তারিত বিবরণ আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে তুলে ধরা হলো।১.স্বেচ্ছায় নামায
পরিত্যাগকারী:"তুমি পাঠ কর কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়।এবং সালাত
কায়েম কর।সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে।আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ।তোমরা
যা কর আল্লাহ তা জানেন।(সূরা আনকাবুত:৪৫) মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে ইবাদত
পরিত্যাগ করলে,তা হচ্ছে সালাত বা নামায।নামায এমন একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষের
আর কোনো ইবাদত গ্রহণ করা হবে না।নামায ত্যাগ করলে মানুষ মুসলমান থাকে না।নামায ত্যাগকারীর
ঠিকানা জাহান্নাম।মহান আল্লাহ তা'আলা বলেন:"অত:পর তাদের পরে এলো অপদার্থ।পরবর্তীতে
তারা নামায নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল।সুতরাং অচিরেই তারা ভ্রান্তপথের ফলভোগ
করবে।(সূরা মারইয়াম:৫৯)বাকি অংশ পরবর্তী পোষ্ট.....................।।
No comments:
Post a Comment