Disqus Shortname

LightBlog
Responsive Ads Here

Saturday, June 17, 2017

sobceye besi kotigrosto ke2

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে?

(বাকী অংশ) আল্লাহ তা'আলা অন্যত্র বলেন:"ধ্বংস সুনিশ্চিত ঐসব নামায আদায়কারীর জন্য,যারা তাদের নামাযের ব্যাপারে অমনোযোগী।"(সূরা মাঊন:৪-৫) মহান আল্লাহ আরো বলেন:"হে ঈমানদারগণ!তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি যেনো তোমাদেরকে আল্লাহর স্মরণ(সালাত)থেকে গাফিল না করে।যারা এ ব্যাপারে গাফিল হয় তারাইতো ক্ষতিগ্রস্ত।"(সূরা মুনাফিকূন:৯) আল্লাহ তা'আলা অন্যত্র বলেন:"(ফেরেশতারা বলবে)তোমাদের কিসে জাহান্নামে প্রবেশ করিয়েছে।তারা বলবে,আমরা নামায আদায় করতাম না;অভাবগ্রস্তকে খাবার দিতাম না।"(সূরা মুদ্দাসসির:৪২-৪৩)।
"আবু হুরায়রা (রা) বলেন,রাসূল (সা) বলেছেন:'ক্বিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাযের হিসাব নেয়া হবে।নামাযের হিসাব ঠিক হলে সে সফল হবে।আর নামাযের হিসাব ঠিক না হলে সে ক্ষতিগ্রস্ত হবে।অন্য বর্ণনায় রয়েছে,তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে।"(তিরমিযী)।
"বুরায়দাহ (রা) বলেন,রাসূল (সা) বলেছেন,আমাদের এবং মুনাফিকদের মাঝে ওয়াদা হচ্ছে সালাত।যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফুরী করল।"(তিরমিযী)।

"জাবির (রা) থেকে বর্ণিত,রাসূল (সা) বলেছেন:বান্দা এবং কাফির ও মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা।"(মুসলিম)।পরবর্তী পোস্ট

No comments:

Post a Comment

ভাস্কর্য নির্মানের ইতিহাস- SM Abdul Alim

ভাস্কর্য নির্মানের ইতিহাস- SM Abdul Alim    প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর সুন্দর ইসলামিক গান, গজল, কুরআন তেলয়াত, ইসলামিক অনুষ্ঠান ইস...