সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে?
(বাকি অংশ)"বুরায়দাহ(রা)বলেন,রাসূল(সা) বলেছেন:যে ব্যক্তি আসরের সালাত
পরিত্যাগ করে তার সমস্ত আমশ নষ্ট হয়ে যায়।"(বুখারী) ইমাম মালিক,ইমাম শাফিঈ,ইবরাহিম
নাখঈ আইয়ুব সাখতিয়ানী এবং আব্দুল্লাহ ইবনে মুবারক(রহ)বলেন,নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা
করার পর সালাত পরিত্যাগকারীকে হত্যা করতে হবে।ইমাম আহমদ(রহ)বলেন,কাফের হিসেবে হত্যা
করতে হবে।
যারা রুকু-সিজদায় পিঠ সোজা করে না তাদের নামায ঠিক হয় না।(তিরমিযি)
যারা রুকু সিজদাহ পূর্ণভাবে আদায় করে না তারা নামায চোর।(আহমদ)
তাড়াহুড়া করে সিজদা করা মুনাফিকের নামায।(আবু দাঊদ)
মুনাফিকদের নিকট সালাতের মধ্যে সবচেয়ে ভারী নামায হচ্ছে এশা এবং ফজরের নামায।(আবু
দাঊদ)
ইবনে ওমর(রা)বলেন,যারা এশা এবং ফজরের জামা'আতে উপস্থিত হতে পারে না তাদেরকে
আমরা মুনাফিক মনে করতাম।(বুখারী)
২.নামাযে জামা'আত ত্যাগকারী:
নামায জামা'আতের সাথে আদায় করা নবী(সা)-এর এক গুরুত্বপূর্ণ সুন্নত যা ত্যাগ
করলে মানুষ ক্ষতি গ্রস্থ হয়।শর'ঈ কারণ ছাড়া জামা'আত ত্যাগ করলে নামায কবুল হয় না।রাসূল(সা)অন্ধ
ব্যক্তিকেও জামা'আতে আসার জন্য তাকীদ দিয়েছেন।তাছাড়া জামা'আতে না আসা মুনাফিকের লক্ষণ।(পরবর্তী
পেস্ট)
No comments:
Post a Comment