Disqus Shortname

LightBlog
Responsive Ads Here

Tuesday, June 27, 2017

Hijab allahr froj bidhan-হিজাব আল্লাহর একটি ফরয বিধান


টাইট ফিটিং বোরখা পড়া যায়েজ নেই, এমন বোরকা পড় যাতে শরীরের অঙ্গ গুলো বুঝা না যায় জিন্সের টাইট প্যান্ট পড়িও না , মুখে এক গাদা ময়দা (মেক আপ),  ঠোঁটে এত্তগুলো জেল কালি (লিপিস্টিক) লাইয়োনা। মাথায় একটা তিন কোনা ত্যানা (স্কার্ফ) প্যাঁচালেই হিজাব হয় না।যদি পারেন তাহলে ফ্যাশন না করে শালীনভাবে হিজাব করার চেষ্টা করুন। আপনার কারণে যাতে প্রকৃত হিজাব করা মেয়েকে এরকম কথা শুনতে না হয় যেঃ হিজাবী মেয়েদের মাঝে যতসব ভেজাল” “বোরখার ভেতরেই সব শয়তান


মনে রাখবেন হিজাব ফ্যাশন করার কোন বস্তু নয়। এটা আল্লাহর একটি ফরয বিধান। ফ্যাশন করার জন্যে মাথায় একটা কাপড় পেঁচাবেন  না। কেননা এতে প্রকৃত হিজাবের অপমান হয়। আর ফেইসবুকের কথা কি আর বলবো? কত ইসলামিক সেলিব্রেটি মার্কা লেখিকা হিজাব করে ফেসবুকে ছবি আপলোড দিয়ে রেখেছেন। আর  পাবলিক হাজার লাইক দিচ্ছে, কত সুন্দর সুন্দর  কমেন্ট করছেঃ  ছো নাইস, বিউটিফুল, দারুন, সুপার, খুব সুন্দর, ইত্যাদি ইত্যাদি। আরে ওহে ছেলিব্রেটি আপু শুনে রাখুনঃ ফেইসবুকে বেপর্দা  মেয়েদের দ্বারা কখনো হিজাবের অপমান হয় না। কিন্তু আপনাদের মত নামধারী হিজাবীদের দ্বারা হিজাবের অপমান হয়। হিজাব করার ফরয বিধানটি কৌতুকে পরিণত হয়। খোদায়ী একটি ফরয বিধানের মর্যাদা ক্ষুন্ন হয়। একমাত্র আপনার কারণে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একমাত্র আপনারই কারণে।




মুসলিম নারীদের ঐতিহ্যগত পোশাক হিজাব, একটি বড় রুমাল যা মাথা-ঘাড় আবৃত করে নেমে যায় পিঠ পর্যন্ত। মুসলিম নারীর পরিধেয় হিজাব এখন গোটা বিশ্বেই হাল আমলের ফ্যাশন। বিশ্বের বড় বড় পোশাক নির্মাতা ফ্যাশন প্রতিষ্ঠানগুলোও বানাচ্ছে হিজাব।

No comments:

Post a Comment

ভাস্কর্য নির্মানের ইতিহাস- SM Abdul Alim

ভাস্কর্য নির্মানের ইতিহাস- SM Abdul Alim    প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর সুন্দর ইসলামিক গান, গজল, কুরআন তেলয়াত, ইসলামিক অনুষ্ঠান ইস...