Disqus Shortname

LightBlog
Responsive Ads Here

Tuesday, July 18, 2017

Hadishe bornito soytani kut-kousol-হাদীসে বর্ণিত শয়তানি প্রতারণার কুট-কৌশল

হাদীসে বর্ণিত শয়তানি প্রতারণার কুট-কৌশল
হাদীসের আলোকে শয়তানের ধোকা, প্রতরণা ও বিভ্রান্তির কেীশল সম্পর্কে হাদিসে ব্যাপক বক্তব্য এসেছে ।
যেমন—
১. শয়তান মানুষকে সালাতের মধ্যে অন্যমনস্ক করে তোলে । একথ্ ওকথা স্বরণ করিয়ে দেয় । এবং সালাতের রাকাত সংখ্যা ভুলিয়ে দেয় ।
 ২. হক ও সত্য কথা বলা থেকে মানুষকে বিরত রাখে । যারা হক ও সত্য কথা বলে না তারা বোবা শয়তান ।
৩. স্বামী স্ত্রীর গোপন বিষয়  প্রকাস করায়, স্ত্রী অথবা স্বামীর মাধ্যমে অশ্লীল  কথা প্রকাশ করায় ।
 ৪. অজ্ঞ দ্বীনদার ও সাধারণ মুসলমানদেরকে ধর্মের নামে শিরক, বিদ্আত ও আল্লাহর নাফরমানী কাজে লিপ্ত করিয়ে দেয় ।
 ৫. কোনো ব্যক্তিকে মানুষের অজানা টুকিটাকি কথা ধরিয়ে দেয়ে সে গায়েব জানে বলে প্রচার করে এবং দ্বীন সম্পর্কে অজ্ঞ ও ধর্মভীরুদেরকে বিভ্রান্ত করে ।              
৬. মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ ও হানাহনি উষ্কে দেয় ।
৭. মানুষকে দিয়ে অশ্লীল গান কবিতা লেখায় ও শোনায় ।
৮. সে জ্যোর্তিবিদ্যা শিখায় ও জ্যোতিষীদের কাছে যেতে উদ্বুব্ধ করে ।
৯. কাবার শুরুতে ও অন্যান্য কাজে আল্লাহর নাম উচ্চারণ করতে ভুলিয়ে দেয় ।
১০. মানুষকে মাদগক ও নেশা জাতীয় দ্রব্য গ্রহনে উদ্বুব্ধ ও আসক্ত করে ।
১১.সে বিভিন্ন বাহান, অজুহাত ও যুক্তি দেখিয়ে মিথ্যা বলতে উদ্বুব্ধ করে ।
১২. অসৎ নারীদেরকে সে ফাঁদ হিসাবে ব্যবহহার করে ।
১৩. সে মানুষকে ষড়[যন্ত্রের প্রতি আসক্ত করে তোলে ।
১৪. ভাল কাজের ব্যয়ের ক্ষেত্রে সে কৃপন হতে উদ্বুব্ধ করে ।
১৫. সে মানুষকে আত্মহনন ও ধ্বংসাত্মক কাজে উদ্বুব্ধ করে ।
১৬. সে ফজরের সময় মানুষকে আরামে ঘুম পারিয়ে রাখার চেষ্টা করে ।
১৭. সে মানুষের মনে আল্লাহ সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করিয়ে দেয় ।
১৮.  সে ফাসিক লোকদের দিয়ে মুমিন মুসলিম লোকদের গালি গালাজ করায় ।
১৯. চুরি করতে উদ্বুব্ধ করে এবং চুরি করা শেখায় ।
২০. সুযোগ পেলে শিশুদের ক্ষতি করে, বিশেষ করে সন্ধ্যা বেলায় ।
২১. মানুষের মনে কু-ধারণা সৃষ্টি করে দেয় ।
২২. মানুষকে রাগান্বিত করে তোলে এবং ক্রোধ সৃষ্টি করে দেয় ।
২৩. প্রমানিত সত্যের বিপক্ষে মানুষকে যুক্তি ও বুদ্ধির অনুসরণ করতে উদ্বুদ্ধ করে
এবং  মানুষকে সে কু-কর্মে লিপ্ত করিয়ে দেয় ।
২৪. সে মিথ্যা ও চালবাজির খবর ও গুজব ছড়িয়ে দেয় ।

২৫. সে মানুষকে বিশেষ করে যুবক যুবতীদেরকে বেহুদা ও নিষ্ফল কাজে ব্যস্ত রাখে এবং  সুফলদায়ক কাজ থেকে গাফিল করে রাখে ।

No comments:

Post a Comment

ভাস্কর্য নির্মানের ইতিহাস- SM Abdul Alim

ভাস্কর্য নির্মানের ইতিহাস- SM Abdul Alim    প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর সুন্দর ইসলামিক গান, গজল, কুরআন তেলয়াত, ইসলামিক অনুষ্ঠান ইস...