উত্তম মানুষের পরিচয় এবং কাজ
ওয়ালতাকাম মিন কুম ইয়াদ উনা ইলাল খইর তা’মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার
আলোচ্য আয়াতে কারিমাতে মহান আল্লাহ তায়ালা উত্তম মানুষ তথা ভালো মানুষের পারিচয় ও প্রয়োজনিয়তার
কথা আলোচনা পুর্বক নাযিল করেন ।
তিনি বলেন যে ‘ ওয়াল তাকুম মিন কুম ইয়াদ উনা ইলাল খইর
অর্থাৎ মানব সমাজে নিশ্চয় কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যানের দিকে ডাকবে ।
কিন্তু সত্যকথা কি আজ সমাজে এসব মানুষের যতেষ্ট অভাব ।
তাই আজ আমাদের সমাজের এই বিশৃঙ্খলা
তাই আল্লাহ তা‘য়ালার ঘোষনাকৃত উত্তম মানুষের আজ খুবই
দরকার ।
এই সব মানুষের উত্তম কাজটি হল ভালো কাজের আহ্বান করা আর মন্দ তথা খারাপ
কাজ থেকে নিষেধ করা ।
কিন্তু আজ যারা এই ভালো কাজটি করে তাদের আমরা সমাজের সবচেয়ে খারাপ মানুষ
ভাবি এবং তাদেরকে হ্যায় প্রতিপন্য করি ।
আমাদের সমাজকে সুন্দর এবং শান্তিময় করার জন্য আমাদেরকে এই মানষিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং
তাদের কাজে আমাদেরকে সাহায্য করতে হবে তবেই সমাজ সুন্দর হবে আর আমরা পাব শান্তি ।
No comments:
Post a Comment