খাটি মুসলমান হতে এসব প্রথা
বাধা দান করে :
(ক) পৌস মাসে ও বুধ বারে গোলার ধান বের করা যাবে না ।
(খ) রবি ও বৃহ: বারে বাশ
কাটা যাবে না ।
(গ) স্বামী ,ভাসুর ও শ্বশুরের নাম উচ্চারণ করা মহাপাপ ।
(ঘ) নতুন ঘরে মিলাদ দিতে
হবে ।
আমরা মুসলমান, আমরা কুরআন
হাদীসের কথা মানব । আমরা অহেতক কেন গল্প গুজব করে বেরাবো ,আর তা মানব কেন ? মুসলমানদের
উচিত হবে কুরআন ও হাদীসের কথা মানা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা ।
No comments:
Post a Comment