হযরত মুহাম্মদ (সা:) বলেছেন, তোমরা নিজের জন্য যা পছন্দ কর, অন্যের জন্য তাই পছন্দ কর।
ব্যাখ্যা: আমরা যদি বিশ্ব নবী (সা)-এর এতটুকু কথা মেনে চলি তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। কারন নবি (সা:) বলেন, তোমরা নিজের জন্য যা পছন্দ কর , অন্যের জন্যে তাই পছন্দ কর ।
এর ব্যাখ্যায় আমরা বলতে পারি যখন আমি চাইবোনা যে আমার বোনকে কেউ ডিস্টাব করুক। তখন ক্যানো আমি অন্যের বোনকে ডিস্টাব করব ?
এটা যেমন আমার খারাব লাগে ঠিক তেমনেই ওটাও আমার খারাব লাগতো যদি আমি মুমিন হতাম।
ঠিক অন্য জায়গায় ও যদি আমরা এমনটা ভাবতাম তাহলে পৃথিবী শান্তিময় হয়ে যেত।
আজ সমাজে বিশ্ব নবী (সা:) এর সুন্নাতের আমাল নাই যত অশান্তি । তাই বলি ফিরে আস রাসুলুল্লাহ্র সুন্নাতের দিকে শান্তির জন্য, নিরাপত্তার জন্য, সুন্দর ভাবে বেচে থাকার জন্য।
এরকম পোষ্টের জন্য এখানে ক্লিক করুন
এরকম পোষ্টের জন্য এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment