অহংকার পতনের মূল
অহংকার পতনের মূল, এটা
একটা বড় বদগুন । অহংকারীর পতন হেবই
**এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের (সুরা নিসার ৩৬নং) আয়াতে বলেন--নিশ্চয়ই
আল্লাহ্ দাম্ভিক, অহংকারীদেরকে পছন্দ করেন না ।
**এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা আবারো পবিত্র কুরআনের (সুরা লোকমানের
১৮নং) আয়াতে বলেন—অহংকার বসত তুমি মানুষকে অবজ্ঞা কর না এবং পৃথিবীতে গর্বভরে চলোনা নিশ্চয়ই আল্লাহ্ কোন দাম্ভিক, অহংকারীকে
পছন্দ করেন না ।
**এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা আবারো পবিত্র কুরআনের (সুরা নমল ২৯নং)
আয়াতে বলেন—তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ কর। আর এখানেই চিরকাল বসবাস কর । জেনে রেখ অহংকারীদের আবাসস্থল খুবিই নিকৃষ্ট ।
বিশ্বের আংগিনায় কোটি কোটি মানুওষর ভিরে খুজে নিতে হবে আমার বনধুটি কে
হবেন? কারন অহংকারীর সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনিও কিছুটা হলেও অহংকারী
হয়ে জাবেন।
খুব ভাল লাগলো
ReplyDelete