মুসলমানদের গৌরবের
ইতিহাস বিকৃতি ও গোপন
!!!
ইতিহাস বিকৃতি ও
গোপন করে আমাদের পুর্ব পুরুষদেরকে চিনতে দেয়া হয়নি ।ফলে আমাদের যুব সমাজ প্রশ্ন করে
যে, মুসলমানেরা তো কিছুই আবিষ্কার করল না । কিন্তু এ কথা সত্য নয় । ধুর্ত ইংরেজরা অতিতে
সব মুসলমান মনীষীদের নাম পরিবর্তন করে খৃষ্টান করে ছেরেছে । এমন কি তারা নাবি-রাসুলদের নাম ও বিকৃত করে পরিবর্ত
করে রাখে । নিম্নে তার নমুনা তুলে ধরা হলো । যথা :
(ক) আল্ কিমিকে
করা হয়েছে ক্যামেষ্ট্রি ।
(খ)আলজেবরাল মুকাবেরাকে
করা হল এ্যালজাবরা ।
(গ) স্থানের নাম
পরিবর্তন করে দারুস্সালামকে করা হল জেরুজারেম ।
(ঘ) জাবালু্ত্তারিককে
করা হল জিব্রাল্টা ।
(ঙ) ঈসা (আ:) কে
করা হল যীশু ।
(চ) মূসা (আ) কে
করা হল যোসেফ ।
(ছ) ইব্রাহিম (আ)
কে করা হল আবরাহাম ।
(জ) দাউদ (আ:) কে
করা হল ডেভিড ।
(ঝ) ইয়াকুব (আ:)
কে করা হল জেকব ।
(ঞ) ইউসুফ (আ:)কে
জোসেফ ।
(ট) আফলাতুনের নাম
পাল্টে প্লেটো করা হয় ।
** এমন কি কারবালার
যুদ্ধ যা ছিল সম্পূর্ন রাজনৈতিক তাকে দেখানো হলো বিবাহ বিবাদের যূদ্ধ । এভাবেই ইসলাম
বিরোধীরা চেষ্টা করেছে মুসলমানদের অতিত ঐতিহ্য ভুলানোর জন্য তারা গোপন করে ফেলেছে ৭ম,
৮ম, ৯ম শতাব্দীর ইতিহাসকে । যা ছিল মুসলিম গৌরবের ইতিহাস ।
তাই আজ বলতে কোনো
দিধা নেই যে বর্তমান বিজ্ঞানের অগ্রজাত্রার পিছনে মূল অবদান মুসলমানদের –ই ।
No comments:
Post a Comment